Friday, 8 July 2022

পাখির চঞ্চু থেকে-- তাপসকিরণ রায়

পাখির চঞ্চু থেকে-- তাপসকিরণ রায়

পাখির চঞ্চু থেকে কখন যে সে বীজ গড়িয়ে গেছে... 

মাটিতে আলোকে ছায়াতে 

মূর্ছিত সে সংলাপ থেকে উগলে উঠছিল কিছু আন্তরিক অনুভূতি। 

এক গর্ভীনী মার শরীর থেকে বিদ্যুত চমকে উঠছিল, 

তলে তলে কৃষ্ণ বুঝি জন্ম নিচ্ছিলো--কংস তখন নিদ্রামগ্ন, 

বন্দী গরাদের ছিদ্র দিয়ে অনুগামী চাঁদ উঠে আসছিল। 

অন্য দিকে পুরুষ অন্তরে একই কংস কিংবা রাবণ। 

শরীর কখনো জীয়ে ওঠে, ঠেলে ওঠে সব কামজ হিংস্রতার পাংখ, 

সেখানেই পড়ে থাকে পাখ-পাখালিচিহ্ন। 

সনাক্তের ময়দানে আগামী চরিত্রগুলি গজিয়ে ওঠে-- 

সেই রাম সীতা ও রাবণের মাঝখান দিয়ে। 

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...