Tuesday, 5 July 2022

কেবলই তুমি --প্রেরণা বড়াল

কেবলই তুমি 
--প্রেরণা বড়াল

একটি সরল রেখায় চলতে পারলেই শান্তি।
কিন্তু যখনই এই চলাটা এঁকেবেঁকে যায়- 
তখনই হয় চরম অশান্তি ।
দুরছাই, মরে যাই। 
ভুলতে চাইলেই কি ভোলাযায় সব?
উচু নিচু এলোমেলো  ঝড়ঝাপটা সবটা-
ঘুরেফিরে মনে পড়ে,নড়েচড়ে মন।
বড় জ্বালা-যায় না ভোলা-
কেবলই তুমি পার তাকে বেঁধে রাখতে।
ওগো-তবুও কেন থাক তুমি উদাসীন?
অবুঝের ছটপটানি চলে অনুক্ষণ 
যাঃ বাবা শুধুই ভাবা।
ভালবাসি তোমাকে দেখা পাই বা না পাই
তবুও ভালবেসে সুখ পাই। 
তোমার কথা বলতে -শুনতে- প্রাণ চায়।
শুধুই তোমারি, আহা- মরিমরি।
তোমার জন্য কেঁদে ও যে আনন্দ পাই 
তুমি জান গো সব- অজানা তো কিছু নাই 
তোমার ভাবনায় ভরে যায় বুক
পাই সুখ  - শুধু -সুখ ।

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...