চেনা
চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায়
অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায়
স্বার্থপরতা বাসা বাঁধে ভগ্ন দেউল জুড়ে
ভালোবাসা লুকিয়ে রাখি পদ্মপাতায় মুড়ে
পরজিত মানুষ গোপনে কান্না লুকিয়ে লড়ে
জয়ী মানুষের জয়ের ছায়া দীর্ঘ হয়ে পড়ে।।
রাতের কথা
অনেক রাতের নিদ্রাহীন যন্ত্রনা
ছেয়ে থাকে মননে,
কালো আকাশ তারার আড়ালে
মুখ লুকোয় গোপনে,
উথাল পাথাল জলরাশি
গর্জন করে,ডাকে ...
ডুবে যাই স্মৃতির অতল গহ্বরে,
তলিয়ে যেতে যেতে
দেখি
অন্ধকারে জীবন্ত এক মুখ,
মুক্তোর মতো সাদা ধবধবে
তাকে নিয়ে বেঁচে আছি,
বলি, আমায় ডুবাইলি রে...।।
শীতল পাটি
গরম কালের ভর দুপুরে
শীতল পাটি পেতে
দুঃখী মেয়ে স্বপ্ন আঁকে
পান্ত খেতে খেতে।
বর আসবে ঘোড়ায় চড়ে
লাগাম কষে হাতে।
বিয়ে করে নিয়ে যাবে
অগাধ গভীর রাতে।
সুখের ঘরে যাবো আমি
শীতল পাটি নিয়ে,
নতুন দিনের আলো মেখে
ধন্য হবে বিয়ে।
ফুল শয্যার সোহাগ রাতে
শয্যা শীতল পাটি
সবাই যখন ঘুমিয়ে যাবে
ছুঁইয়ো সোনার কাঠি।
রূপালী রূপকথা
পূর্ণিমার এক আকাশ জ্যোৎস্নায়---
দু'হাত দিয়ে চাঁদ ধরতে চায়
রূপালী আকাশ ...
ঝিলের জলে ঝিলমিল,
নিস্তব্ধতা
কাশবনে সাদা চাদর মুড়ে
রূপকথা !
অশরীরী আত্মার বিরহ
মোহমাখা---
চুপ করে বসে অনুভব হয় উজ্জল
স্মৃতিরেখা !
বাতাসে মিষ্টি সুর শুনতে শুনতে ,
ঘুম এসে যায় ---
কাশফুলে দোলা লাগে...
রুপালি রূপকথা !
No comments:
Post a Comment