রিমঝিম বর্ষা, নাকি ইট ইজ রেনিং অ্যাট ক্যাটস এন্ড ডগস ? এক দিকে প্রেমিক-প্রেমিকা ঝিরিঝিরি বর্ষায় ভিজে প্রেম করছে, অন্যদিকে মেঘ ফাটা প্রচন্ড বর্ষণে কত না লোক ভেসে গেল ! প্লাবনের ভয়াবহ তোড়ে ভেসে গেল অসংখ্য জনপদ, কত লোকের না মৃত্যু হল।
বৈচিত্র্যময় দেশের একদিকে কাঠফাটা রোদ, অন্যদিকে ভেসে যাচ্ছে দেশ, আবার তৃতীয় দিশায় জমাট বরফ, শীত কাঁপে জমে যাচ্ছে মানুষ। তবু কেউ থেমে যায়নি, সময়ের সাথে সবাই হেঁটে যাচ্ছে, সবাই দুঃখের মাঝখান থেকে সুখটুকু শুষে নেবার চেষ্টা করছে। লেখক লিখে যাচ্ছেন, কৃষক মাঠে নাঙ্গল নিয়ে নেমেছে, সব চলছে। আবার যে শেষে, সে নিশ্চিহ্ন। মৃতের ওপর একদিন আবার সবুজ ঘাস জন্মায়, অনুর্বর সৃষ্টির মাঝে আবার ফুল ফুটে উঠে। এটাই জীবন, এটাই বদ্ধভূমি, এটাই কবিতার উর্বর ভূমি। মৃত্যু শিয়রে রেখে কবি তার আগামীর কবি ভাবনায় আতুর হয়ে ওঠে। কাগজ-কলমের অভাবে কত ভাব ভাবনা কবিতার জীবন দেখো হাওয়ায় উড়ে যাচ্ছে...আমরা কেউ তার ঠিকানা রাখি না।
যাই হোক, এবারের কবিতার ব্লগ ও ই-পত্রিকা, স্বরধ্বনি, নিয়ম ভেঙে পাঁচ দিন বিলম্বে প্রকাশিত হল। অবশ্যই এটা অনিবার্য কারণবশত। আজ এ পর্যন্ত। নিবেদন ইতি -- তাপসকিরণ রায়।
সহ-সম্পাদকের কলমে--
No comments:
Post a Comment