জয়িতা ভট্টাচার্য
আবার জেগে উঠেছে রক্তের পিপাসা।
সুগন্ধ শৃঙ্গার।
নয়ানজুলি তুমি কার
তোমার না আমার?
ভেসে আছে মরা কাক
ঝরা ফুল
রক্তের আস্বাদ পেতে বন থেকে গ্রাম,
শহরে শহরে।
হাত ধরাধরি সাপের সঙ্গে নেউল
মাঝরাতে করেছে সঙ্গম।
সেইসব পুরোনো খাতা হারিকেন আলোয়,
ছায়া ছায়া মা ও বাবা,
শিশুরব ধীরে ধীরে হেঁটে হেঁটে
মিশে যায় রাষ্ট্রিক আঁধারে।
অভিসম্পাত ওদের ধারাবিবরণী দেয়।
এক ঘর অন্ধ, আলো দেয় তুলসী তলায়
একপাড়া বোবাকালা কেবলই
জন্মান্তর করে
আয়তক্ষেত্র ভরে ওঠে রক্ত বীজের
ঝাড়ে।
_________
No comments:
Post a Comment