মাথুর দাস
ঘাসের দেশে বাস করে না সিংহ হাতি বাঘ,
একটিও নেই ছায়াতরু, তপোবনের আশ্রম ;
নেই জলা বা জঙ্গলও, মরুর মরীচিকা-ভ্রম,
শঙ্কাবিহীন চরে বেড়ায় ভেড়া হরিণ ছাগ ।
ঘাসের দেশের শ্যামলিমা নয়ন-অভিরাম,
দু'চোখ জুড়ায় দৃশ্য দেখে হরিৎ ক্ষেত্রে ঢেউ ;
শষ্পরাজির বাহার বুঝি এড়াতে পারে কেউ !
লহর তুলে বয় যে বাতাস নিত্য অবিরাম ।
ঘাসের দেশে বৃক্ষ নেই, ঋক্ষকুলও উধাও,
অহিংসতায় বিরাজ করে চির নিঃঝুম শান্তি ;
ঘাসের দেশ ঘাসেরই দেশ নধর শ্যামলকান্তি ।
এমনতর ঘাসের দেশ পাবেই না তো কোথাও ।
***পরিচিতি :--
-----------
মাথুর দাস । কবি ও ছড়াকার । বসবাস পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে । কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থা দুর্গাপুর স্টীল প্ল্যান্ট থেকে অবসরপ্রাপ্ত । মূলত কবিতা ও ছড়া লেখেন । নিয়মিত দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ছাড়াও বিদেশে অর্থাৎ বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, কানাডা, সৌদি আরব ইত্যাদি জায়গার জনপ্রিয় পত্র-পত্রিকাতেও তাঁর লেখা প্রকাশিত হয় ।
No comments:
Post a Comment