কার্ত্তিক মণ্ডল
তোর জন্য ভারি মন কাঁদে---!
ছোট্টবেলায় উঠোন জুড়ে তোর সেই খিলখিলানো হাসি আর হাত পা নেড়ে নেড়ে কত যে অঙ্গভঙ্গি করতিস
আজও তা ভুলতে পারি না,
পদ্মের পাপড়ির মত-----!
একটি একটি করে খুলত ।
শাখা পল্লবে যখন রূপ এলো
পায়ের নূপুরে নিক্কণের সুর,
সারা ঘর ভরা মেদুরতা
পলাশ কৃষ্ণচূড়ায় ভরা বসন্ত ,
হাঁসের পাখনায় সীমন্ত আঁকা রামধনু
গ্রীষ্ম বর্ষা বসন্তের কোলে
তুই নদী হয়ে গেলি,
কূল ভাঙা নদী
রেদ ঠেলে ঠেলে যেই সাগরে মিশে গেলি
অফুরন্ত জল
তৃষ্ণা মিটল কিনা জানি না !
অথচ----
আমাদের মাটির ঘরের আলো নিভে গেল,
আলো নিভে গেল তোর জন্ম শিশুর
সে বড়ো হবে মাতৃ হারার ব্যথা নিয়ে
সারা জীবন হাতড়াতে হাতড়াতে
এই বিশাল বুভুক্ষু পৃথিবীর বুকে
মাতৃ হারা অনাথ অবহেলিত
দীপান্বিতার সলতে হয়ে----------!
***কার্ত্তিক মণ্ডল
গ্রাম-পশ্চিমবাড়
পোস্ট-ধনেশ্বরপুর
থানা- পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর
পিন-721166
পিতা-বিজয় মণ্ডল
মাতা-মুক্তাবালা মণ্ডল
জন্ম-25/07/71
শিক্ষা-বি এস সি বি এড
পেশা-শিক্ষকতা
লেখালেখি-পঞ্চম শ্রেণী থেকে
দেশ বিদেশের বিভন্ন পত্রিকায়
প্রকাশিত বই-চাঁদের কণা
পুরস্কার- ই-সৃষ্টি সারথি ২২
No comments:
Post a Comment