(১)
সহজ নয়
প্রেমে পড়া কঠিন নয় তো
জ্ঞানী মানুষ বলে,
তারই ছবি আঁকতে থেকে
ভালোবাসার পথটি দেখে
উদাস মনে চলে।
অনেক আশা অনেক স্বপ্ন
ভেবে জীবন গড়ে,
সুখের ছোঁয়া পাবে শেষে
কল্পানার ঐ রাজ্যে ভেসে
প্রেম পাহাড়ে চড়ে।
সময়গুলো চলতে থাকে
ঘড়ি কাঁটার সাথে,
দূরেই থাকে ভালোবাসা
দেয় না কিছু মনে আশা
ভাবনা বাড়ে মাথে।
ভালোবাসা যেমন সহজ
এক পলকে দেখে,
তেমন শক্ত পেতে গেলে
দেখা গেছে কষ্টই মেলে
তাতে আশা রেখে।
(২)
ভীষণ সমস্যা
বানের জলে ভেসে গেলো
চাষের বলদ দূরেতে,
তার কারণেই মনের বীণা
বাজে করুণ সুরেতে।
দৌড়ে এলাম মাঠের পরে
জল ঢুকেছে বাড়িতে,
প্রাণে বেঁচে থাকবো বলে
বাধ্য হলাম ছাড়িতে।
জমির ফসল ডুবে গেছে
পচন তাতে ধরেছে,
জলস্রোতে গ্রাম শহরের
মানুষ পশু মরেছে।
নেতারা সব ত্রাণটা দিতে
সেল্ফি আগে নিয়েছে,
সংবাদপত্রে নাম কামাতে
তবেই হাতে দিয়েছে!
খাবার কিছু নেই তো ঘরে
কেমন করে খাবোরে,
খিদের জ্বালা মেটাতে ভাই
কোথা আমি যাবোরে?
(৩)
নিজেকে দিচ্ছি ফাঁকি
মানব দেহে জন্ম নিলাম
এই জগতের পরে,
ভোগবিলাসে সময় বয়ে
ঘড়ির কাঁটা সরে।
বিবেকের ঘর বন্ধ রেখে
স্বার্থ দেখেই চলি,
কাজে নহে মুখেই খালি
ভালো কথা বলি!
পরের দেখে হিংসা করে
জ্বলে পুড়ে মরি,
সুযোগ বুঝে সবার আগে
নিজের ঘরে ভরি।
কারো ভালো চাই না কভু
মনের থেকে আমি,
গরিব দুখীর কষ্ট দেখেও
কোথায় বলো থামি?
আমি কেমন জানার জন্য
হেথা-হোথা ঘুরি,
মুখোশ পরে সাজছি সাধু
করে যাচ্ছি চুরি!
***পরিচিতি : -
জন্ম :- ২৬ .০২.১৯৬৭
স্থান :- কলকাতা
শিক্ষা :- স্নাতক (B.A.)
প্রাক্তন সৈনিক, ভারতীয় বিমান বাহিনী।
জুন, ২০১৮ থেকে আমি ছড়া, কবিতা ও প্রবন্ধ লেখা শুরু করি । ফেসবুকে বিভিন্ন সাহিত্য গ্রুপে নিয়মিত প্রতিদিন লেখালেখি করি । এ পর্যন্ত ৫০০০ টির বেশি বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে সম্মাননা প্রাপ্ত কবিতা লিখেছি । ২৫ টির বেশি যৌথ কাব্য সংকলন, ৫০ টির বেশি ই - বুক ও ১ টি একক পরমাণু কবিতার বই আমার বের হয়েছে ।
No comments:
Post a Comment