দেবকুমার মুখোপাধ্যায়
সমুদ্র দেখিনি আমি অনেক বছর,
শুনে পড়ে কল্পনায় বহুবার দেখা হয়ে গেছে।
অনেক দূরের পথ পাড়ি দিয়ে এইবার মুখোমুখি,
বিকেলের পড়ন্ত আলোয়
দূর সমুদ্রের নীল ভালো লাগে,
যা কিছু দূরের তাই নীল
যেমন আকাশ।
মনে হল সমুদ্র দূরের বড়,
দূর থেকে সসম্ভ্রমে দেখা।
একটানা ঢেঊয়ের শব্দ
যেন কেউ একই সুর একই যন্ত্রে বাজিয়ে চলেছে।
এর চেয়ে নদী তো কাছের
তার সুরে তাল,ছন্দ,লয় মন টানে,
নদী যেন সেতুবন্ধ এপারে ওপারে
সমুদ্র তফাতে রাখে,
দু দেশের মাঝখানে যেন এক নিমানব ভূমি।
সূর্য ওঠার আগে পরে
ভোরের সমুদ্র দেখে ভালো লাগে_
নৌকো ভেড়ে তটে,
দশ বিশ জনে মিলে জাল তোলা,
ছোট বড় বিচিত্র মাছের বাটোয়ারা,
ঢেউ ভেঙে ছেলেদের চান,
এইসব যেন কোন নিষেধ ডিঙোনো
কার্ফুবন্দি শহরে যেমন দু হাত ঊর্ধ্বে তুলে রাস্তা পার হওয়া।
মানুষ কাছে না গেলে
প্রকৃতিও কানা হয়,
শক্ত তটের বুকে সমুদ্রের ঢেউ
যেন মানবীর বুকের গড়নে ধরা আছে।
**"পরিচিতি
জন্ম ১৯৫০। স্নাতক। কবিতা,ছড়া, ছোট গল্প, অণু গল্প, নিবন্ধ লিখে থাকি।, বড়দের জন্য, ছোটদের জন্যও। কিছু অনুবাদও করেছি কবিতা ও গল্পের, বাংলা থেকে ইংরেজিতে। প্রকাশিত বই_ আসলে আলোর জন্যে, এখানে তরঙ্গ এখানে জীবন,জলের উপমা, অপ্রিয় শব্দমালা আর যৌথভাবে যারা কবিতা পড়েন না,ছড়ার মজা খাস্তা গজা, চার মাথার মোড়।
No comments:
Post a Comment