Tuesday, 5 July 2022

নারগিশ সুলতানার দুটি কবিতা --

নারগিশ সুলতানার দুটি কবিতা --

আমি জানি আমি নারী

আমি জানি আমি নারী তার জন্যই তো আমি সবই পারি
আমি পারি আমার প্রেমিকের ভালো প্রেমিকা হতে,
আবার আমিই পারি আমার স্বামীর অর্ধাঙ্গিনী হতে
আমি পারি কোন একজনের মেয়ে কিংবা বোন হতে,
আবার আমিই পারি আমার ছেলে-মেয়ের আদর্শ মা হতে।

আমি জানি আমি নারী তার জন্যই তো আমি সবই পারি
আমি পারি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আবার 
আমিই পারি ভিড় বাসে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে,
আমি পারি আমার সংসারের সব কাজ সামলাতে
আবার আমিই পারি গণিতের অঙ্ক কষতে।

আমি জানি আমি নারী তার জন্যই তো আমি সবই পারি
আমি আমার প্রিয় মানুষটাকে হারানোর ভয়ও পাই,আবার
পরিবারের দিকে তাকিয়ে তাঁকে হারিয়ে ফেলতেও পারি।
আমি ঘর-বাইরে দুটাই সামলাতে পারি
আবার "মেয়েরা সারাদিন কি এমন কাজ করে"
-এই বাক্যটি সারা জীবন ধরে আমিই শুনে আসতে পারি।

আমি জানি আমি নারী তার জন্যই তো আমি সবই পারি
আমি কোনো হৃদয় ভেঙ্গে যাওয়া পুরুষকে 
নতুন করে ভালবাসতে শিখাতে পারি,
আবার আমি পারি কোন পুরুষের হৃদয়কে 
ভেঙ্গে ক্ষত-বিক্ষত করে দিতে,
আমি পারি একটা ভালো সমাজ গড়তে
আবার আমিই পারি একটা সমাজ নষ্ট করতে।

আমি জানি আমি নারী তার জন্যই তো আমি সবই পারি
আমি লক্ষী মেয়ে হয়ে সরস্বতীর মতন শান্ত ও থাকতে পারি,
আবার আমি চণ্ডীর মতো আগুন হয়ে জ্বলে উঠতেও পারি।
আমি একটা পুরুষের জীবনে ভূমিকাতে 
"মা" হয়েও জায়গা করে নিতে পারি,আবার 
আমি অন্য একটা পুরুষের জীবনে "স্ত্রী" হয়েও খুব সুন্দর করে উপসংহার লেখতে পারি।

"পুরুষতান্ত্রিক সমাজ"
                 -নারগিশ সুলতানা।

সমাজ নাকি এগিয়েছে যুগের তালে তালে,
মেয়েরা তবে আজও কেন বন্দী ঘরেতে?
মেয়েরা নাকি কলেজে যায় উচ্চ শিক্ষিত হতে,
কলেজের পথে তবে আজও কেন তাদের ভয় লাগে?

চারটা মেয়ের জীবন নিয়ে খেলা করা ছেলেটা,
"শুধু ছেলে বলে" সবার কাছে আজও কেন মিষ্টি?
একজনকে ভালোবেসে হৃদয় ভেঙ্গে যাওয়া মেয়েটা,
সমাজের চোখে আজও কেন কলঙ্কিনী?
কলঙ্কিত হতে গেলে তার পিছনে পুরুষই যে থাকে,
এটা কেন বোঝেনা আমাদের উচ্চ শিক্ষিত সমাজে?

যে ছেলেটা নিজে প্রেম করে বেড়ায় দশটা মেয়ের সাথে
সেই কেন বিয়ের জন্য প্রেম না করা মেয়ে খোঁজে?
সমাজ যদি এতই বদলায় যুগের তালে তালে
এম,এ  বি,এড করা মেয়েটারও কেন,
বিয়ে হয় বড়োলোকের টাকাওয়ালা মূর্খ ছেলের সাথে?

বিয়েতে ছেলে কেন বলে আমি "বিয়ে করব",
মেয়ে কেন মাথা নীচু করে বলে আমার "বিয়ে হবে"?
"করা" আর "হওয়া" -এর মাঝে এত তফাত কেন?
বিয়ে তো হয় দুটি মানুষের সাথে মানুষের
এটা আমাদের সমাজ কেন বোঝে নাকো?
শুধু মেয়ে বলে আমরা কেন থাকবো নীচু হয়ে,
মেয়ে ছাড়া কোন মনোবিদ জন্ম নিতে পেরেছিল পৃথিবীতে?


No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...