Tuesday, 5 July 2022

মায়া--শান্তা মিএ

মায়া--
শান্তা মিএ

মা দেয় জন্ম পেটে দশ মাস দশ দিন রেখে। 
 এত সাহস হয় কি করে  এজন্ম নষ্ট করিস.......!
 মায়ের কষ্ট বুঝিস না কেন রে .... 
এ জীবন পাওয়া কঠিন হতো যদি না মা জন্ম  দিতো।   

কোথা থেকে এসেছিস জানিস...
 তোরা যে মায়ের জান। 

মায়ের মায়া মায়ের এর ব্যথা বুঝিস না কেন রে ।  

তোরা যে মায়ের কলিজার ধন, কেনো এভাবে  হেলায় হারাস......! 

জানিয না বুঝি  এ প্রাণ নয়কো তোমার এ যে শুধুই মায়ের দান। 

বেঁচে থেকে লড়ে যাও এই জীবনের মায়ায়.....
 
এই মায়াকেই আসল জেনেই জীবন যুদ্ধে জয়ী হওয়া এটাই হলো মায়ের আসল চাওয়া।

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...