Tuesday, 5 July 2022

বীরেন্দ্র নাথ মন্ডলের দুটি কবিতা

বীরেন্দ্র নাথ মন্ডলের দুটি কবিতা--

উত্তরণ 

হ্যাঁ, হয়
প্রতি ভোরের প্রথম কিরণমালা
ছড়ায় ভুবনভরে আলোকমালা। 

ভালোবাসা ছড়ায় প্রতি শিশির বিন্দুতে। 
রোদ ঝলমল সেই বৃক্ষের প্রতি পল্লবে। 

ঝরে পড়ে ধীরেধীরে প্রতি তৃণে বনভূমিতে। 
আলো আর শিশিরের জলমগ্ন রামধনুতে। 

হ্যাঁ, হয় 
তোমায় আমি দেখি পাহাড়ের উপর 
তাকিয়ে আছো কালের দিক দিগন্তর 

কি যেন খোঁজো কি যেন  জিজ্ঞাসা
ফিরে পেতে চাও কি কারো প্রত্যাশা 

নিচে গড়িয়ে পড় সে কি কোন ভ্রম। 
সাগরে আছড় পড় ভাসো অবিরাম। 

ঢেউয়ের উপর চড়ে কিনারায় ফিরে আসো। 
তাকাও চারিদিকে খোঁজো আশার আলো। 

হ্যাঁ হয়।


অনুভব


আমি যখন তোমার হাত ধরি
তুমি কি তখন আমার হৃদয় ছোঁয় ?

আমি যখন তোমার চোখে চোখ রাখি
তুমি কি তখন তোমার আশার স্বপ্ন দেখো? 

আমি যখন তোমাকে আমার আরম্ভ ও শেষ ভাবি
তুমি কি তখন আমাকে শক্ত করে ধরে থাকো ?

আমরা দুজনে মিলে যে পরিকল্পনা করি 
তাই হয় পৃথিবীর শ্রেষ্ঠতম নির্ধারণ। 

আমি যখন তোমার উপর সম্পূর্ণ নির্ভরশীল
তুমি কি তখন  তোমার অন্তরাত্মা সমর্পণ  করো ?

আমি তোমাকে পেয়েছি ঐশ্বরিক ভালোবাসায় 
তুমি কি সারাজীবন বহন করো চোখের পাতায় ?

তাহলে তোমার জন্য সুন্দর একটা কবিতা লিখবো 
যেটা তুমি পড়বে বারবার গভীর অনুভূতিতে। 




No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...