একা তবু একা নই"
একা তবু একা নই
ফাঁকা তবু ফাঁকা নই
মাতৃহারা,পিতৃহারা
তবু পাশে আছেন তারা
তারা ভরা আকাশজুড়ে
আমার কথা বলা,কান্না।
ভালোবেসে যে ডাকে,সেইতো স্বজন,সেই তো আপন
আর কবিতা প্রিয়তমা,
লেখার মধ্যে প্রেম খেলা করে
স্বপ্নরা উকি মারে, ভাবায়,হাসায়, বুকের মধ্যে জলে আগুন,
সমাজের বাঁকা মেরুদণ্ডটা
আমাকে হারায় আর
দুর্ভাগ্য অট্টহাসি হেসে চলে,
আমি শব্দ খুঁজি
সিনেমায়,নাটকে,ছবিতে।
একা তবু একা নই
এতো কিছু ঘিরে রাখে
চাঁদ, সূর্য,পাঠক-পাঠিকারা
হাসি,কান্না,স্বপ্ন, হতাশা,
তবুও আশা রাখি পৃথিবী
সুস্থ হবে, বিবেক, বোধ ফিরে আসবে আর
হারিয়ে যাবে শূন্যতা।
ফাঁকা তবু ফাঁকা নই
একা তবু একা নই...
'চেনা '
এরকমভাবে চললে একদিন ক্রুশবিদ্ধ হতে হবে তবুও অন্যরকম নারী , তোমার কপালে ছোঁয়াই হাত , এ স্বাধীনতা কার , ঐ শৃঙ্খল কেন , অবিরত রক্ত ঝরছে , ভেতরে বাইরে চিনে নেওয়া শত্রু কেবা আর বন্ধু কোনজন
বেঁচে থাকা
কে কাকে ভাঙতে চায়, কিভাবে?
কে কাকে নষ্ট করবে ভাবছে, গোপনে?
ঠকাতে ঠকাতে নিজেই ঠকে যায় মানুষ
কাঁদতে কাঁদতে উঠে দাঁড়াবে সর্বহারা
মহামারী, দুর্যোগ,যুদ্ধ, যুদ্ধ খেলা
অর্থনৈতিক কিম্বা নৈতিক অধঃপতন
রুখতে পারেনা,স্রেফ মিথ্যা, ভাওতাবাজি
দেখো বিশ্বাসের জোরে টিঁকে আছে মাতৃভূমি,
নোংরা রাজনীতি বিশ্বাসকে নষ্ট করতে না পেরে,
অবিশ্বাসের গল্প বলে আর টানাপোড়েনে জেরবার মানুষরা নেশায়, কামনায়, লোভে,ভয়ে ব্যস্ত।
তবুও স্বপ্ন তার জায়গায় ঠিক থাকে আর ঠিক থাকে হৃদয় ভর্তি ভালোবাসা।
" স্বপ্ন "
মগজে সাইক্লোন ,
ধর্মে ঠিকানা
চেটেপুটে দেখোতো
ঠিক আছে কিনা ?
আমিও গেয়েছিলাম
তোমার সঙ্গে সেদিন ,
সবই কি দিয়েছো ফিরিয়ে ,
বাকি কি নেই ঋণ ?
তবুও মশাল জ্বালাবার
স্বপ্ন দেখে থাকি ,
পুরানো ক্ষতটাকে
মুখোশেতে ঢেকে রাখি ।
এটা কি চেয়েছিলে ,
তুমিও কি ভেবেছিলে ?
সবই কি হারালাম ,
সবই কি দিলে ফেলে ?
আমিও কি ঠিক আছি ,
মগজে সাইক্লোন , দ্বন্দ্বে ঠিকানা ,
সবচেয়ে তুমি আপন ।
No comments:
Post a Comment