Wednesday, 6 July 2022

আমার একাকীত্ব-- সন্ধ্যা রায়

আমার একাকীত্ব
সন্ধ্যা রায়


চিরদিন তরে হারিয়ে গেছি, 
স্মৃতিপথ ধরে পৌঁছে যাই-- 
হাতে গোনা কয়েকটা মানুষ স্বয়ংসম্পূর্ণ।
ভিতরে সবাই একা, 
বন্ধুত্ব আর হয় না,
নিজেই নিজেকে গুটিয়ে নিয়েছি। 
বিচ্ছিন্ন এক দ্বীপ, 
অবহেলার মৌলিক চাহিদা, 
শৈশব আর নেই। 
মনের দগদগে ঘাটা 
পরিবেশ আন্দোলন করে যায়। 
গভীর রাতে চোখের পুকুর,
পদ্ম পুকুরের মত মুখটা, 
ঢলঢলে দিঘির মত হাসি
নিরবে ধরে রাখে আমার একাকীত্ব।

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...