পারভেজুল ইসলাম
স্বদেশটা যে মোদের কত আপন।
দূরে গেলে মোরা দেখি হাজারো স্বপন।
মায়ের কথা মনে হলে কাঁদি গোপনে।
কখন কি দেখি মা কে আছে কেমন?
মা হারার মতো কান্না করি অবিরত।
তার কোলে ঘুমাই উঠি সময় মতো।
জননীর পেট থেকে আসি মোরা ভাই।
সেই মোরা ঘুরে ফিরে তার পেটে যাই।
এই দেশেতে জন্ম আমাদের তাই।
মোরা সবাই কোন দেশেতে যাই?হায়!
জননী ও স্বদেশে পার্থক্য নাই কোনো।
দেশটা তবে, আপন জননীর মতো।
মা ও দেশের প্রতি যারা হেলা করে।
ঘুমাও কেনো,তবে মা-জননীর কোলে?
No comments:
Post a Comment