Wednesday, 6 July 2022

জননী ও দেশ--পারভেজুল ইসলাম

জননী ও দেশ--
পারভেজুল ইসলাম

স্বদেশটা যে মোদের কত আপন।
দূরে গেলে মোরা দেখি হাজারো স্বপন।
মায়ের কথা মনে হলে কাঁদি গোপনে।
কখন কি দেখি মা কে আছে কেমন?
মা হারার মতো কান্না করি অবিরত।
তার কোলে ঘুমাই উঠি সময় মতো।

জননীর পেট থেকে আসি মোরা ভাই।
সেই মোরা ঘুরে ফিরে তার পেটে যাই।
এই দেশেতে জন্ম আমাদের তাই।
মোরা সবাই কোন দেশেতে যাই?হায়!
জননী ও স্বদেশে পার্থক্য নাই কোনো।
দেশটা তবে, আপন জননীর মতো।
মা ও দেশের প্রতি যারা হেলা করে।
ঘুমাও কেনো,তবে মা-জননীর কোলে? 

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...