- ডাঃ অরুণ চট্টোপাধ্যায়
গুমোট গরম উঠল চরম
সবাই ফেলছে নাভিশ্বাস,
জবজবে ঘাম হই লবেজান
বৃষ্টি কোথায় হাহাকার!
হঠাৎ চমক, আকাশ আঁধার
বর্ষা এল দাপিয়ে,
ডুবল শহর, কোমর বহর
নদীর দুকূল ছাপিয়ে।
সড়ক হল নদীর মত
নদী সাগর যেন,
রাজপথেতে নৌকো দেখি
বাড়ি দ্বীপের হেন।
হ্যালো, হ্যালো-- মোবাইল চলে
আর সবই তো স্ট্যাটিক-
মানুষ-পশু এক জলেতে
বর্ষা জানো ম্যাজিক?
No comments:
Post a Comment