দীপঙ্কর চৌধুরী
ভাঙেনি নিদ্রা তবু ভাঙেনি হে আর
নয়ন মালা আবৃতে দেখি শত বাহার,
স্বপ্নাদেশে প্রবেশ পথে গহীন নিদ্রায়
ঘুমঘোরে স্বপন ভাসে মনন তারায়।
কতুক স্বপ্ন দেখি ওহে দিনভর নির্ঘুমে
তবুও কেনো এ নিদ্রার সমাপ্তি হয়নে?
চক্ষু পত্র প্রসারিত হয়না ক্যান সর্বত্র
ঘুমন্ত নেশায় তা সদাই স্থিত আবদ্ধ।
যেনো, ঘুমঘোর নেশায় হইছ হে মত্ত
মিছা দুরন্ত সমাজ, খোঁজ করে সত্য;
খুঁজে চলে অবিরত ঘুমন্ত সবই ভক্ত
প্রায়শই নিদ্রায়, বিনা পানে অভুক্ত।
বিছানায় শায়িত তার অলসিত চিত্ত?
অজানা প্রশ্ন জাগে, প্রাতে ফোটে পুষ্প
উদিত হইছে দেখিছ পুব দিকে সূর্য্য
কবে তবে প্রদিবে সমাজে তব শৌর্য?
চল হে! চল তবে, অজানা এই পথে
ঘুমন্ত বিলাসিতা হোক তথা দুরস্তে।
No comments:
Post a Comment