Thursday, 7 July 2022

মুহা আকমাল হোসেনের কবিতা

মুহা আকমাল হোসেনের কবিতা --

অন লাইনে স্বপ্ন কিনি


একটা নিঃঘুম রাত

বালিশে থুতনি রেখে অন লাইনে স্বপ্ন কেনে।


শহর ঘুমাচ্ছে 

দাম্পত্যের এলোমেলো বিছানা

আমরা তারাফুল কুড়তে যাব

সাত বোন চম্পার সাথে..



তোর জন্য 


 তোর জন্য  একটা  বিকেল উষ্ণ হয় মাটির ভাড়ে

তোর জন্য হরিণ বিকেল চরতে আসে নদীরপাড়ে।


তোর জন্য  আর্ট পেপারে বর্ষা বিকেল  বন ময়ূরী

তোর জন্য  বেহেশত হারাম, ও সখি তন্বী হুরি।







মুহা.আকমাল হোসেন।জন্ম ২ রা জানুয়ারি-১৯৮১।গ্রাম ব্রহ্মোত্তর,পোষ্ট -ছোটসুজাপুর,  জেলা- মালদহ।পেশায়  শিক্ষক । ঐতিহ্যবাহী  দেশ, প্রথম সারির দৈনিক সহ'  দু'শতাধিক ছোট পত্র পত্রিকায় লিখে  চলেছেন।।কবিতার ভাষান্তর  হয়েছে।    প্রকাশিত- কাব্যগ্রন্থ - বিস্রস্ত বাস্তবতা( ২০০৮), প্রেম,প্রিয়াপুষ্প ও পড়ন্ত বিকেল,(২০১০) কমরেডের ডাইরি (বুদ্ধ পূর্নিমা-১৪১৮), মিনার হোসেনের ঘর উঠোন, (২০১২) ভাতের ঠিকানায় কাঁদে ভারতবর্ষ(২০১২  ১০,জানুয়ারি)  পৃথিবীর একলা কমন রুম(২০১৫)  ছেঁড়া কাফনের মেঘ (৭ ফেব্রুয়ারী  ২০২১)  "হামরা কলিয়াচকের লোক (২০২২)'সম্পাদিত গ্রন্থ -গ্রাম মালদা  কবিতা(২০১৩) |১৯৯৯ থেকে 'যত্রিক' কবিতা 7৭ সম্পাদনা করেন|  এছাড়া গৌড়বঙ্গ সাহিত্য পত্রিকা' 'নয়া কাফেলা' পত্রিকার সহ সম্পাদক। 


No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...