অন লাইনে স্বপ্ন কিনি
একটা নিঃঘুম রাত
বালিশে থুতনি রেখে অন লাইনে স্বপ্ন কেনে।
শহর ঘুমাচ্ছে
দাম্পত্যের এলোমেলো বিছানা
আমরা তারাফুল কুড়তে যাব
সাত বোন চম্পার সাথে..
২ তোর জন্য
তোর জন্য একটা বিকেল উষ্ণ হয় মাটির ভাড়ে
তোর জন্য হরিণ বিকেল চরতে আসে নদীরপাড়ে।
তোর জন্য আর্ট পেপারে বর্ষা বিকেল বন ময়ূরী
তোর জন্য বেহেশত হারাম, ও সখি তন্বী হুরি।
মুহা.আকমাল হোসেন।জন্ম ২ রা জানুয়ারি-১৯৮১।গ্রাম ব্রহ্মোত্তর,পোষ্ট -ছোটসুজাপুর, জেলা- মালদহ।পেশায় শিক্ষক । ঐতিহ্যবাহী দেশ, প্রথম সারির দৈনিক সহ' দু'শতাধিক ছোট পত্র পত্রিকায় লিখে চলেছেন।।কবিতার ভাষান্তর হয়েছে। প্রকাশিত- কাব্যগ্রন্থ - বিস্রস্ত বাস্তবতা( ২০০৮), প্রেম,প্রিয়াপুষ্প ও পড়ন্ত বিকেল,(২০১০) কমরেডের ডাইরি (বুদ্ধ পূর্নিমা-১৪১৮), মিনার হোসেনের ঘর উঠোন, (২০১২) ভাতের ঠিকানায় কাঁদে ভারতবর্ষ(২০১২ ১০,জানুয়ারি) পৃথিবীর একলা কমন রুম(২০১৫) ছেঁড়া কাফনের মেঘ (৭ ফেব্রুয়ারী ২০২১) "হামরা কলিয়াচকের লোক (২০২২)'সম্পাদিত গ্রন্থ -গ্রাম মালদা কবিতা(২০১৩) |১৯৯৯ থেকে 'যত্রিক' কবিতা 7৭ সম্পাদনা করেন| এছাড়া গৌড়বঙ্গ সাহিত্য পত্রিকা' 'নয়া কাফেলা' পত্রিকার সহ সম্পাদক।
No comments:
Post a Comment