উত্তম চক্রবর্তী, ব্যাঙ্গালোর
আমি যদি বদলে গিয়ে
মেঘ হয়ে ভাসতে ভাসতে
আকাশটাকে ভেঙে টুকরো টুকরো
করতে করতে ঢাক ঢোল বাজিয়ে
বৃষ্টি হয়ে ঝরে পড়ি,
আমায় দোষ দিওনা.
আমি যদি বদলে গিয়ে
মরুভূমি হয়ে হা পিত্যেশ করে
সারাদিন রোদ্দুর গিলে
বসে থাকি উটের পায়ের
খোঁচার জন্য,
আমায় দোষ দিওনা.
আমি যদি বদলে গিয়ে
একটা রূপার টাকা হয়ে
ঘুরে ঘুরে ফিরি লোকের
নোংরা হাতে হাতে,
আমায় দোষ দিওনা .
আমি যদি বদলে গিয়ে
আমার কলমে কবিতার বদলে
ঝরাই নোনতা লাল রক্ত,
আমায় দোষ দিওনা.
---------x----------
১
No comments:
Post a Comment