Sunday, 3 July 2022

বিচ্ছিন্ন চাঁদ -- পূজা পাত্র

 

বিচ্ছিন্ন চাঁদ --

পূজা পাত্র

বারবার উজ্জ্বল আলো আমার চোখ

ধাঁধিয়ে দেয়

পোড়া মনের সাথে চোখ জ্বলে

আর জ্বলে গোটা শরীর

তবু চাঁদ আসে না। 

  

বরাবর অন্ধকারে নিজের রূপ পেয়েছি

শান্তিকর 

পোড়া মনে মলম লাগে 

আর গোটা শরীর জুড়ে 

বিচ্ছিন্ন চাঁদ নেমে আসে। 



***লেখক পরিচিতি - প্রথম যবে বিজ্ঞান না নিয়ে আর্টস নিয়ে পড়েছিলাম বাবার বাড়তি খরচার কথা ভেবে সেদিন স্থির করেছিলাম যা করব তাতে যেনো বাবাকে প্রশ্নের সম্মুখীন না হতে হয়।সিদ্ধান্তটা আমার নিজের ছিল l ওরা কেউ আমায় চাপিয়ে দেয়নি। মধ্যবিত্ত বাঙালি শ্রমিকের ঘরের মেয়ে আমি। ছোটো থেকেই communism আর compromise শিখে গেছি। তবু নিজের কাছে অবাধ্য হতে বড় শখ হয় আমার। তবু হাত পা বাঁধা। অর্থাৎ নিজের কাছেই নিজে পরাধীন। এই সিদ্ধান্তও একান্ত আমার। কেউ চাপিয়ে দেয়নি। অর্থাৎ ভবিষ্যতহীন এক বাঙালি বিংশ বর্ষীয়া পড়ুয়া। এর বেশি আর কি বা নিজের পরিচয় দিতে পারি।

ফোন নম্বর /wp no. - 9903403864

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...