Sunday, 3 July 2022

সাবিত্রী দাসের দুটি কবিতা

সাবিত্রী দাসের দুটি কবিতা-- 

খোঁজ


নিবিড় রাতের গভীরে তারার জাগে

হেমন্ত ভোরে কুয়াশার কানাকানি,

হারিয়েছি পথ হারিয়ে যাবারও আগে

সর্বনাশের দুরন্ত হাতছানি।

সন্তর্পণে রেখে যাই লিখে শুধু

বিমূর্ত এই জীবনের কথকতা,

শব্দের ভিড়ে দিশাহারা খুঁজি

বুকের গভীরে অখণ্ড নীরবতা।


প্রেম এখন-- 


প্রেমের জোয়ারে রঙে রসে ভরে দুর্দম মাতামাতি,

ক্ষণিকের মোহে অন্তর দ্রোহ মানেনাকো বিচ্যুতি।


আজকের প্রেম দামী হয়ে ওঠে ঝলকের মহিমায়,

অনর্গলের অর্গল খোলে অঙ্কের গরিমায়।


প্রয়োজন বোধে প্রিয়জন খোঁজা স্বার্থের গৌরব,

সাথী হারা মন পায়নাকো তাই হৃদয়ের সৌরভ।


না বলা কথারা নীরবে নিভৃতে কেঁদে ওঠে বারবার ,

মন দেয়া নেয়া ঝুলিটা এখন নিষ্ফল হতাশার।


পণ্য হয়েছে প্রেমের পশরা মন নগণ্য হায়!

আজকের প্রেম সস্তা হয়েছে উপচার মহিমায়।


হৃদয়ের সাথে শরীরী কামনা একাকার হয়ে ওঠে 

প্রেমের পশরা বারোয়ারি হয়ে ওঠে নিলামের হাটে ।


আবেগ শূন্য শরীরের ওমে সুতীব্র আহ্বান, 

কদম ফুলের সৌরভে  শুধু আজ মৃত্যুর ঘ্রাণ


প্রেম জ্বর রোগে বারবার ভুগে হৃদয় টালমাটাল,

ঘনিষ্ঠ ছবি ফেসবুক জুড়ে হয়ে ওঠে ভাইরাল।


 হয়তো বা কেউ লাশ হয়ে ভাসে, কেউ বা অ‌্যাসাইলামে,

আজকের প্রেম তাইতো বিকায় নিলামের  চড়া দামে।


তবু প্রেম বাঁচে হৃদয়ের আঁচে নিজস্ব মহিমায়,

মনের নাগাল সহজে কী মেলে প্রেম না থাকলে হায়! 


          *******

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...