বৃষ্টিস্নাত কদম--
অদিতি ঘটক
প্রতীক্ষা নামের জানালাটা এখন সমুদ্রের মত প্রলম্বিত
অচিন ঝড়ো হাওয়ায়
সেখানে উঠছে সর্বনাশী, সর্বগ্রাসী তরঙ্গ
লহমায় বিচূর্ণ হচ্ছে জাপটে ধরা ভঙ্গুর বিশ্বাস
আবাদি মনজমিনে প্রতিনিয়ত মিশছে প্লাবনের লোনা জল
আর আমি ঠায় কদম্ব বৃক্ষের নীচে অপেক্ষমান
অঝোর শ্রাবনধারার আশায়
তোমায় মুঠো ভরে বর্ষাসিক্ত প্রথম কদম ফুল দেব বলে
বৃষ্টিস্নাত কদম ছায়াছন্ন আঁধারে আলো ছড়িয়ে স্নিগ্ধ সৌরভ বিতরণ করবে
হয়ত আমরা রাধা কৃষ্ণ হতে পারবো না কোনদিন
তবুও আমাদের প্রেম কদম মঞ্জরী ছড়িয়ে ভালোবাসার বীজ বুনুক হৃদয়ে, হৃদয়ে
মুঠো,মুঠো লবন কমিয়ে মনে আনুক
নদীর মত সুমিষ্ট জলের প্রেম জোয়ার
#######################
No comments:
Post a Comment