সাক্ষী
অগ্নিশ্বর সরকার
লাটাগুড়ির গভীর অরণ্য মাঝে
চঞ্চলা হরিণী ছুটে বেড়িয়েছিল,
বনানীর ঘনত্বে দিন হয়েছিল রাত
আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা।
সুউচ্চ বনানী দেখে-
ইচ্ছে হয়েছিল আকাশ ছোঁয়ার;
নীচ থেকে আকাশকে লাগছিল
নীল-কালোর ওপর সবুজের ছাপা কাপড়।
ঝিঁ ঝিঁ-র অক্লান্ত রোদনে মেতেছিল
একটা ঘন সবুজ অরণ্য,
প্রেমের পরিবেশ আগে থেকে তৈরি ছিল-
প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম সেই হরিণীর।
সবুজ বন, নীল-কালো আকাশ আর
উতলা হাওয়াকে সাক্ষী রেখে-
আলতো ঠোঁটের চাহনিতে
ভেসেছিল দুটি হৃদয়।
No comments:
Post a Comment