১ ভালবাসার জানালা
--------------------------------------------------------
এই বসন্তে গন্ধরাজ, মাধবীলতার মন মাতানো গন্ধ নিয়ে
সূর্যাস্তের অন্ধকারে
যে নীরবে উঠে আসে নিরালা দুয়ারে
তার প্রতি পুষে রাখিনা কোনও ঘৃণা,
অভিমান ;
এক মুহূর্তে তার জন্য খুলে দিই পড়ন্ত রোদ্দুরে ভিজে যাওয়া
রক্তিম ভালবাসার জানালা কপাট l
২ বর্ষার বিষণ্ণ চাঁদ
---------------------------------------------------------
বর্ষার বিষণ্ণ চাঁদ চুপি চুপি জানালায় উড়ে এলে
ভাঙা বুকের পাঁজরে বেজে ওঠে শুধু
ব্যর্থতার নাম গান ;
আর তখনই আমি মনের দর্পণে তুলে আনি ভোরের কৈশোর,
আকাশ বাড়িতে তাকিয়ে দেখি মেঘের তুলিতে আঁকা শ্যামলা
লাজুক কিশোরীর টলটলে মায়াবী মুখ l
৩ সুরের সাম্পান
-------------------------------------------------------
কোনও গোপন অভিমান নয়
ভ্রু-পল্লবে প্রশ্ন চিহ্ন নয়
আজ অমল ধবল জোছনা রাত্তিরে
আবিল হৃদয় জুড়ে
জেগে উঠছে শুধু নদীর কলকল
ঢেউয়ের মতন ভালবাসার
সুরের সাম্পান l
No comments:
Post a Comment