Thursday, 7 July 2022

চঞ্চল সেখের দুটি কবিতা

চঞ্চল সেখের দুটি কবিতা --

১ ওরা করা

কত সুখ কত দুঃখ কষ্ট বেদনার আর্তনাত অবিরল হৃদয়ে তাদের,
ওরা কারা?
যারা জীবিকার জন্যে বাইরে থাকে(কেরালা মুম্বায় দিল্লি ও অন্নান্য দেশ বিদেশে),,জন্মভূমি ছেড়ে৷
এখানে শুধু কেরালার কথাটায় বলি,
এটা কবিতা নয়! বিরহের  অক্লান্ত শ্রম প্রয়াসের অশ্রুভাষা,,,,
দরিদ্র সভাবী নয় অভাবী শ্রমিক শ্রেনীর কথা,
ওরা কারা?
এরা বাইরে যখন আসে ,মায়ের চোখ ভেজা কান্না,
পিতার বুকফাটা বেদনা,,তার উপর কাটা ঘায়ে নুনের ছিটা, 
 বিরহিণীর বুকভরা বুবাকান্না বউটার দিকে চোখ রাখা যায়না,
মায়ের কোলে ছেলেটি আঙুল চেপে ধরে ,
,,আঙুলটা ছারিয়ে চেপে ধরি ছোট টিকিট লম্বা রেলগাড়িটার ডাণ্ডি৷
ওরা কারা?
তিনদিনের রাস্তা চালু টিকিটের লাইন বড় লম্বা ভিড়ে ঠেলাঠেলি পটল মূলোর ঝাকা সম,
রেজাভভিষান মেলে কখনও দুঃসাধ্যে৷
ওরা কারা?
তারপর তিনদিন পর পৌছায় কেরালায়,
শুখনো ম্লান মুখ তার উপর কাজ জুটবেকি তার দুঃচিন্তায় মগ্ন, মনে ইশ্বরের আরাধোনা ,
এসেছি ভবিশ্য উদ্দেশ্য নিয়ে অথবা ৠনের বোঝা মাথায় নিয়ে৷
ওরা কারা?
আগেরমত কাজের বাজার ভাল নয়,(ডালের থেকে বাঁদর বেশি হলে যা হয়)মুজুরি যা হয় হোক অল্প মালিয়াম শব্দে  বস পানি উণ্ডো(কাজ আছে)৷
ওরা কারা?
তার পর হাড় ভাঙা অকান্ত প্ররীশ্রম যতদিন থাকবে,
তাও আবার কাজ হলে হয়৷
ওরা কারা?
'বাংলার মা মাটি মানুষ ,মমতা তুমি কতটা জান এদের কথা,এদের হৃদয়ের ব্যথা,দরিদ্রের ক্ষুধা জালা৷
ওরা কারা?
বাংলার জননী তুমি খবর রেখছ সরকারী কর্মীদের ,
বেতন বারালে পূজোয় দিচ্ছ বোনান মাস গেলেয় মায়নি,
হিংসে নেই তাতে,যত দুঃখ গরীব চাষী অভাবি মানুষের৷
ওরা কারা?
কলকাতাকে আধুনিক উন্নত শহর বানানোর  প্রতীশ্রুতির ভাষন দিচ্চ সমীরন বার্তায়,
 বেকার যাযাবরেরমত জীবন খবর কে নেবে ৷
ওরা কারা?
 তাদের হৃদয়ের বিরহ বার্তা কে করিবে নিবেদন
ওগো বঙ্গবাসি শ্রেষ্ঠ কবিতা আবৃত্ত কারীরা ,
যেমন 
ব্রততী, বিশাখা,মৌসুমি,মলয়  পৌচ্ছেদাও তোমাদের শুললীত কষ্ঠে আবৃত্তের কোন বৈশাখী অধিবেশনে৷ 
বাইরে থাকা অভাবি শ্রমজীবিদের পাশে এসে কে দাঁড়াবে, সেই বাউল কে গাবে বঙ্গের মঞ্চে মঞ্চে৷ এরা কারা?
এদের মধ্যে আমিও এক অসহায় পথিক৷ 
ওরা কারা?
ওরা কারা?.....


২ শুধু কবিতার জন্য ঋণী 

কবিতার জন্য পৃথিবীর কাছে বড় ঋণী
বাস্তবের বাস্তবায়ন যা শিখিয়েছে সেটা বড় কঠিন৷
ভেবে ছিলাম কিছু কবিতার জন্ম দেবো এবার সংসারের গণ্ডি পেরিয়ে ,

কিন্তু সে সংসার পথের পাঁচালি হতে সময় লাগবেনা সেটাও আমি জানি৷
এই বিশাল পৃথিবীকে জানার ইচ্ছা ছিল
সময় হয়ে ওঠেনি
কিছু কবিতা পূর্ণতা পেলনা 
 সংসার সংবিধান মাঝে মধ্যে ভয় দেখালেও 
স্বপ্নটাকে কেড়ে নেয়নি ৷
গৃহে মোর প্রত্যহ মহোৎসব শুরু হয় ছোট্ট ছেলে মেয়েদের কলতানে ৷
যা শিশুদের  নবজাত নবকল্লোলে সৃষ্টি হয় অনবদ্য কবিতা৷
যা বাস্তবের সস্তা হাটে অমূল্য
শুধু কবিতার জন্য আমি এদের কাছে বড় ঋণী

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...