শর্মিষ্ঠা ঘোষ
মেঘলা চোখ হতে
মল্লার রাগে গাল বেয়ে
তিস্তার কলরোল
ছন্দমর্মর
বৃক্ষ জুড়ে কাতর মায়া
হে ঈশ্বর
ছৈ সৃষ্টি সানাই মৃত্যু
শূন্য মিনার স্বপ্ন কিনার
লন্ডভন্ড রাত
মোহের মলাট
পৃষ্ঠা পৃষ্ঠা পেনসিল
হিজল টানে হিজিবিজি
পিঠোপিঠি তুমি
লক্ষ স্ফটিক স্বপ্ন
প্রপাতে প্রপঞ্চ
লাবণ্যধার
অস্থিরতা...
***শর্মিষ্ঠা ঘোষ
উঃ২৪ পরগণা
7003116975
পরিচিতি : জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও লেখালেখি শখ। কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন সাময়িক পত্রিকায়। দৈনন্দিন জীবনের যন্ত্রণা, প্রেম, পাল্টে যাওয়া রঙ লাগে কবিতায়।
No comments:
Post a Comment