Thursday, 7 July 2022

যতো জন্মে পদ্য বৈষম্যের--রানা জামান

যতো জন্মে পদ্য বৈষম্যের--
রানা জামান


মূলাগ্রে চরিত্র কালো কালিলিপ্ত মরিচা গতির চাক্কা ধীরে জ্যাম
ছন্দের সাম্পানে অবুঝের দাড় দিকভ্রান্ত হয়ে অগাধ সলিলে
চন্দ্র অভিযানে কূপের বিস্তার সময় সাপের পেটে গপাগপ
কখনো সময় হীরে কখনো বা দ্রৌপদীর শাড়ি বিরক্তি চরমে
আঁকতে আঁকতে কোনো মেনালিসা হয়ে গেলে তা তো নিছক কাকতাল
কবরের রতি নিরবতা গায়ে চুলকানি জ্বালায় বিরক্তি অশেষ
নৈর্ব্যক্তিক গুঁজামিলে কুঁজো চিৎ হয়ে শুতে পারে না কখনো
ভ্যাবাচ্যাকা খেয়ে ছলকে যায় গ্লাসে থাকা ওয়াসার জল
কত ঝড়ে মাথাভর্তি চুল হয়ে যায় ন্যাড়া তা জানে না জ্যোতিষও
শর্ত মেনে গর্ত খুঁড়ে পানিখনি মুঠোবন্দি হলেও পা আটকা বেড়াজালে
সদানন্দ থাকে নিত্যানন্দে নন্দলালে ভর করে হয় নি বিশেষ জ্ঞানী
যুদ্ধের শরীর গড়ে বেখেয়াল আলতো হলে পঁচতে থাকে ফার্মফ্লেশ
উত্তুরের বায়ু অনেক শরীরে মৃত্যুগ্রাস ক্ষত সৃষ্টি করে জানে তা অনেকে
ষড়যন্ত্র পর্দা ছিড়ে অবয়ব পুরো ঢুকলে লাশ হাটে শিরা জুড়ে
অঢেল ঈগল গুণিতক হারে বেড়ে শুদ্ধ বুড়িগঙ্গা হয়ে যায় আবর্জনা
এই আবর্জনা মনুষ্যত্বে ঢুকে আত্মকেন্দ্রিকতা ক্ষয়ে দিচ্ছে আত্মত্যাগ
স্বার্থকাণা মানুষেরা ব্যাংক লুটে সম্পদ বানিয়ে নাক ডাকে দূর পাতায়ায়
ভেলকি লাগে তেলে মাথে জেনেও যে অধীকাংশ হয়ে যাবে ন্যাপথালিন
নির্লজ্জতা বংশীশীর্ষে চড়ে হেড়ে কণ্ঠে গেয়ে যাচ্ছে রবীন্দ্র সঙ্গীত
ক্ষোভের ভাইরাস করোনা গোত্রের না হওয়ায় নিত্য প্যাদানি প্রভুর
সূর্যের উত্তাপ শোষণ প্রচেষ্টা চিমসে করে দেহ ঠেলে দেয় গহ্বরে
ভাবনাগুলো আজ ঢোল-কলমি হয়ে হুচট খেয়ে থাকে না মুখথুবড়ে
কুজ না থেকেও সোজা হয়ে শুতে গিয়ে ভয় আকড়ে ধরে আষ্টেপৃষ্ঠে
চেয়ে দেখি পুরো সমাজের চিত্র কুজোয় সয়লাব বিষন্ন বিলাস
পদপৃষ্ঠে থেকে দ্রোহহীন চোখে প্রত্যাশায় থাকে জীবন রক্ষার্থে
জীবনের রং ফিকে আজ কর্দমাক্ত পথে হোচট খেতে খেতে নিত্য
ক্ষণস্থায়ী রংমঞ্চে আত্মকেন্দ্রিকতা জন্ম দিয়ে যাচ্ছে লোভ ও হিংস্রতা
অন্যের সম্পদ কেড়ে নিতে ছল চাতুর্যের নয়া কৌশল অসীম
রগান্তরে ঢুকে গেছে চৌর্যবৃত্তি যদিও ক্রমশ যাচ্ছে কমে খাদ্য
পেঁপেসিদ্ধ নিত্য খেলেও নেতিয়ে থাকা শিশ্ন ভার্যা স্পর্শ পেতে কুত্তা
ভায়াগ্রায় মিশে লোভ দাড়ি কমা কাটে ক্ষমতার ক্ষুর দিয়ে দিবারাত্রি
পদভারে পিষ্ট জনতার ঘৃণা ফেভিকলে আটকে রাখে বাক্সবন্দি
নির্বাচন কালে অর্থের তরঙ্গে বাক্সবন্দি ঘৃণা থাকে পজেটিভ
এভাবেই বেড়ে সাপের লেজুড় ঘেরাটোপে নিয়ে যাচ্ছে চন্দ্রসূর্য
ক্ষমতার জালে থেকে হবুমন্ত্রী নিদ্রায় নিমগ্ন ভাগাভাগি গ্রেপ্তে পাবার নিশ্চিতে
ক্ষমতার অন্য প্রাপ্তি বৈষয়িক প্রসার ব্যবসায় অফুরান ঋণ
ঋণে ভারাক্রান্ত হলেও মাফের ট্রেন খাড়া থাকে দোড় গোড়ায় প্রস্তুত
আলোচনা কিংবা দ্রোহের কবিতা অথবা ছড়ার থাপ্পড়
শেয়ালের মতো মল ত্যাগ করে ফের খেতে থাকে গাব
বালিতে ডুবিয়ে মুখ ভেবে থাকে হচ্ছে না প্রলয়
ধুকতে ধুকতে শুঁকতে শুঁকতে নেড়ি কুত্তা দৌড়ে থাকে আমরণ
বাঁক বদলের নয়া মোড়ে কাক না কোকিল আসে না তো কল্পনায়
চড়কা নিজ হাতে থাকলে পছন্দের শাড়ি গড়া বেশ আরামের
শাড়ি গড়ি নানা রঙের ঢঙও থাকুক বিচিন্তা জুড়ে আদিগন্ত
ভূতের নিশানা থেকে সারটুকু নিংড়ে নয়া পথ রচনায় থাক দৃঢ় বজ্রমুঠো
দানবের দাঁত যতই সূচালো হোক না কেনো তা ভাঙ্গে বজ্রকিলে
মূলত্রের থুতনি গোল কিংবা ভাঁজ অর্থহীন যদি থাকে ভাংগা চুড়া
ঘুড়ি কৌশলের প্যাঁচ ছেড়ে গেলে ভোকাট্টা ক্ষণিকে রেখে আফসোসটা
সাপের পাঁচ পা যতই যাক না দেখা তদন্তের গেরো ঢিলা থাকলে লবডঙ্কা
স্বজনপোষণ নীতি দাঁড়িপাল্লা কাত রাখে সব দণ্ডধারী
বঞ্চনার তীর সর্বকালে করছে এফোঁড়ওফোঁড় খরগোশের বুক
কেউ প্রতিবাদ জানালে খড়গ নেমে আসে উল্টো বিভিন্ন রকমে
বিচারের বাণী নিভৃতে অনাদিকাল থেকে কাঁদছে এই বঙ্গভূমে
যে যায় লঙ্কায় সে রাবন হয়ে মেতে থাকে সীতা হরণে কেবল
চারিদিকে এক দূর্ভেদ্য প্রাচির গড়ে মোসাহেব রাখে দেহ ঘিরে
কবিতায় গল্পে এতো প্রতিবাদ কোনো অনুষ্ঠানে পাঠে সীমাবদ্ধ
চেহারা দর্শনে আয়না উপকারী ভেঙ্গে গেলে মূল্যহীন হয়ে ভয়ানক তীক্ষ্ণ
সাম্যবাদে তত্ত্ববন্দি থেকে পুঁজিবাদে বৈষম্যের ঘোড়া বাড়ন্ত সংখ্যায়
যতো পদ্য জন্মে বৈষম্যের ততো হাত চালু থাকলে আর্তনাদ কমে যেতো আর্যকালে।


***লেখক পরিচিতি

মোঃ সামছুজ্জামান ভূইয়া অতিরিক্ত সচিব হিসেবে ২০১৯-এ অবসরে গিয়েছেন। রানা জামান নামে লেখালেখি করছেন। প্রথম কবিতার বই-এর প্রকাশ ১৯৯৯ খৃস্টাব্দে। এ পর্যন্ত ৯৬টি বই বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

নিজ জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।

লেখকের উল্লেখযোগ্য বই:

ক) ছোটগল্প: ক্রীড়নক, পুষি বেড়ালের বিদ্রোহ,

খ) অণুগল্প: অল্প কথার গল্প-১ ও ২

গ) কাব্য: তোমার নয়ন কাকচক্ষু জল(সনেট),

ঘ)উপন্যাস:বৃক্ষমানব; রোবো সক্রেটিস,

ঙ) ছড়া: ছোটদের-আগডুম বাগডুম, জল পড়ে পাতা নড়ে, ইত্যাদি; বড়দের-ছায়া চুষে কায়া, একান্ত শিশিরগুলো,

চ) মুক্তিযুদ্ধ ভিত্তিক: ছোটগল্প-একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প

উপন্যাস-গেরিলা, উত্তাল একাত্তর, মুক্তিযোদ্ধারা কখনো হারে না,

ছ) ছোটদের বই: ভূতের কাণ্ডকারখানা, পোড়োবাড়ির ভূত,

জ) ইংরেজি: Lost Love Twinkle Rhymes।




No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...