১)অসীমের মাঝে পেয়েছি তোমায়
তোমাকে চেয়েছি জীবন জুরে শরীরের মাঝে
অসীমে ছড়ানো ভালোবাসায় ।
এত শক্তি কি ধরি আমি
ভাবিনি তা ,
অহংকারে অবুঝ অজ্ঞানী,
শেষের শুরুতে দুঃখের অশ্রুপাতে শিক্ত করে
তুমি বোঝালে আমায়;
অনন্ত অসীমে আছ তুমি প্রেমের আলো হয়ে
শরীরের মাঝে যাকে আমরা নিয়ত হারাই।
কত ভাগ্য করে এসেছি জগতে
যা চেয়েছি জীবন জুরে
যা পাইনি চোখের জলে ভেসে
শেষের দৃষ্টিতে সেই প্রেম
দেখা দিল যাবার আগে অন্তর ভরিয়ে ভালোবেসে।
২)শেষের শুরু
ভাবিনি কখনো ফিরে পাব প্রেম
জীবনের শেষ বাঁকে এসে।
মৃত্যুর বেশে এসে ,
ভাসিয়ে চোখের জলে,
সকল শক্তি তুমি কেড়ে নিলে একে একে।
ফিরে দিলে সে মধুর প্রেম দুজনার চোখে
রামধনু এঁকে।
হয় কি এমন চমৎকার ,
না যদি থাকো তুমি জীবন-মরন জুরে
একই পারাবারে ।
যে প্রেম ছিল চোখে
মিলনের শুভ ক্ষণে
প্রাণ মন জুরে;
যাকে হারালাম দুজনেই
শরীরের খোঁজে আর বিষয়ের বিষে,
ভাবিনি তা ফিরে পাব
এসে বিদায় বেলায়
দুজনার বুকে।
৩)আমার শপথ
তোমার শেষ বিদায়ের দৃষ্টি।।
গেঁথে গেছে বুকে মুক্তর মালা।
মনে রাখিনি চোখে ধরিনি,
সকাল বিকেল সন্ধ্যার আলো,
যেখানে প্রেম অপ্রেম শরীর জাগানো খেলা।
রাতের শেষে ঘুম ভাঙানিয়া ভোরে,
চিরবিদায়ের বেলা,
যে মায়া জরানো দৃস্টি
প্রাণের গভীরে ঝরাল বৃষ্টি !
তাকে পাশে রেখে পাড় হয়ে যাব পথ,
আমার শপথ।
No comments:
Post a Comment