Wednesday, 6 July 2022

ভারতবর্ষ--নিমাই চন্দ্র দে

ভারতবর্ষ--
নিমাই চন্দ্র দে 

ভারতবর্ষ  আমার  জন্মভূমি 
গরীয়ান আমি তোমার চরণ চুমি। 
বিশ্ব মাঝারে চির ভাষ্মর তুমি - 
মাটি তোমার স্বর্গের চেয়েও দামী। 

এলো লুঠেরা হূণ - পাঠান-মোঘল
মামুদ - নাদীর - ইংরাজ দল বল ।
অসুর সেনানি উড়িয়ে বিজয় কেতন
ইন্দ্র -পুরীতে চালাল তাদের শাসন ! 

রানীমা আমার লাঞ্ছিতা ভিখারিনী 
শোষন তোষন চালাল বিকিকিনি ।
দু-শো বছর অত্যাচার আর হয়রানি, 
কত শহীদদের রক্তে স্বাধীন হল জানি। 

এবার মায়ের ঘুচবে দৈন্য দশা
সাধারণের কতই-না আশা ভরসা। 
সকল আশায় জল ঢেলে দিয়ে 
দু-ভাগ দেশ শান্তি কিনতে গিয়ে। 

শান্তির মূল্য এখনও রয়েছে বাকী 
গোলা-গুলিতে সীমান্ত তার সাক্ষী। 
ভূ-স্বর্গে দখল চাইছে দৈত্য শক্তি 
কুর্নিশ জোয়ান অটুট মাতৃভক্তি।

স্বাধীন দেশের আভ্যন্তরীণ চিত্র 
অবহেলায় শিক্ষা-স্বাস্থ্য নানা ক্ষেত্র। 
রক্ষক হয়েছে ভক্ষক, বারে বারে 
টু-জি স্পেকট্রাম, হাওলা-গাওলা করে। 

আইন-কানুনের ফোকর - কানা গলে
বিজয়মাল্য - নীরভ মোদীরা চলে। 
স্মাগলিং আর নারী পাচার চক্র 
আন্তর্জাতিক চোরা- চালান সক্রিয় । 

মুম্বাই - দুবাই হয়ে আরব দুনিয়ায়
দিচ্ছে পাড়ি ডন আর মাফিয়ায় । 
সন্ত্রাসবাদীর অবাধ যাতায়াত 
জঙ্গি গোষ্ঠী দিচ্ছে মদত সাথ । 

রাজনীতি চলে ধর্মে ও জাতপাতে
খুন-ধর্ষণ চলেছে দিনে রাতে । 
আভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন 
ধর্মে-বর্ণে হানাহানি আসন্ন ।

যুব-মেধা রাজনীতিতে শূন্য - 
বিদেশে তারা হয়েছে আজ পণ্য। 
দুর্দিনে আজ বিশ্ব বিবেক চাই 
ধ্বণিত কণ্ঠে :'ভারতবাসী আমার ভাই'! 

হয়তো সুভাষ আসবে টগ-বগিয়ে
হাজার জনতা এখনও তো পথ চেয়ে। 
প্রকৃত স্বাধীনতা পাবে আমার দেশ
শোষন, লুণ্ঠণ  চিরতরে  হবে  শেষ   ! 
                  *********


***লেখক পরিচিতি : নিমাই চন্দ্র দে বিশিষ্ট শিক্ষক, সঞ্চালক ও কবি। জন্ম  ১৯৭২সালের ১লা জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত সোলপাট্টা গ্রামে। পিতা - ঁঁনির্মল কুমার দে মাতা-সুভাষিনী দেবী।১৯৯৮ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ.পাশ করে ২০০০ সালে শিক্ষকতার কাজে যোগদান করেন। আজীবন শিক্ষকতার সঙ্গে সঙ্গে সাহিত্যের একনিষ্ঠ সেবক হিসেবে কবিতা প্রবন্ধ ও সমসাময়িক বিষয়ে নানান লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। 


No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...