গৌর গোপাল পাল
আসা-যাওয়ার খবর বলো
ক'জন রাখে মনে!
কেই বা আসে কে চলে যায়
ক'জন সেটা জানে!!
এই হিসেব তো অনেক হলো
তোমার আমার সনে!
এখন কিছু করো উপায়
সবাই যেটা মানে!!
নতুন একটা নিয়ম যদি
করতে পারো তুমি!
ধন্য বলবে সবাই জানি
কেউ মানি না মানি!!
ভাবছি বসে সেই অবধি
পাই না ভেবে ভূমি!
সবাই করছে কানাকানি
আমিই না তা জানি!!
কতই এলো কতই গেল
এই জীবনে হায়!
আমি এখন একলা বসে
হিসেব করি তার!!
কে কি দিলো কে কি পেলো
কেউ কি জানো তায়!
লোহার সে জং তুললে ঘসে
রয় কি কিছু আর!!
জীবন খেয়া এমনি ভাবে
সমান বয়ে চলে!
সবাই জানি তাও না মানি
অহংকারের বশে!!
শেষ জীবনে কে কি পাবে
ভেসে চোখের জলে!
ঘোচে কি তার মনের গ্লানি
কোনই হিসেব কষে!!
***কবি পরিচিতিঃ- কবি গৌর গোপাল পাল। জন্ম ১৩৬০ সালের ১৩ ফাল্গুন।পিতা- দুকড়ি পাল। মাতা- ফুলেশ্বরী পাল। জন্ম- পৈতৃক ভিটা গোবিন্দপুর গ্রাম। বর্তমানে বাকুল গ্রামের স্থায়ী বাসিন্দা। সাহিত্যের সব শাখাতেই সমান বিচরণ। কবিতা,গান,ছড়া,গল্প,নিবন্ধ,প্রবন্ধ পত্র-সাহিত্য
সব কিছুতেই আছেন। দেশ-বিদেশ মিলিয়ে পাঁচ শতাধিক পত্র-পত্রিকার পাশাপাশি অনলাইনের শ'দুয়েক পত্র-পত্রিকাতেও লেখা প্রকাশিত হয়েছে। আকাশবাণীর গীতিকার। প্রকাশিত গ্রন্থও রয়েছে। রয়েছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাওয়া গানের ক্যাসেট/রেকর্ডও। আনন্দবাজার,বর্তমান,একদিন,প্রতিদিন সহ কুড়ি/পঁচিশটি দৈনিকের পাশাপাশি দেশ, সানন্দা,আনন্দলোক, সুখীগৃহকোণ, সাপ্তাহিক বর্তমান, কিশোর ভারতী, জ্ঞান-বিজ্ঞাান, প্রসাদ,
তথ্যকেন্দ্রসহ প্রথম শ্রেণীর শ'দেড়েক পত্র-পত্রিকাতেও লেখা প্রকাশিত।ভারত,ইংল্যাণ্ড, আমেরিকা, বাংলাদেশ, সৌদি আরব, ফ্রান্স,কানাডা প্রভৃতি দেশ থেকেও অনলাইন লেখা নিয়মিত প্রকাশ পাচ্ছে। অনেক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের সম্মানের পাশাপাশি ছোট-খাটো অনেক পুরস্কারও রয়েছে।
No comments:
Post a Comment