Sunday, 3 July 2022

কন্যাশ্লোক -- মিনতি গোস্বামী

কন্যাশ্লোক --

মিনতি গোস্বামী 


 রৌদ্রদগ্ধ তপ্ত দুপুর

 সড়কপথ গাইছে শোক

 ও মেয়ে তুই এমন দিনে

 লিখিস বুঝি কন্যাশ্লোক?


 দগ্ধ হতে হতেই তুই

 ছাই উড়িয়ে বৃষ্টি নামাস

 শ্মশান ছাইয়ের ধ্বংসস্তূপে

 জন্মে ওঠে সবুজ ঘাস।


 শিবের গাজন, সন্ন্যাসী নাচ

 অন্নপূর্ণার অধিবাস

 নতুন বসন পাল্টাতেইতো

 ফিরে আসে চৈত্র মাস।


 উড়ুক পাতা,  উড়ুক ধুলো

 আসুক সাধের   কালবোশেখী 

 ক্যালেন্ডারের পাতায় আবার

 লেখা হোক নতুন গায়কী।



** কবি পরিচিতি


মিনতি গোস্বামীর জন্ম ও বাস বর্ধমান শহরে। উচ্চ মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। কবিতা, অনুগল্প, বড় গল্প  ও ছোটদের জন্য ছড়া কবিতা লেখেন। কাব্য ভারতী, আনন্দ সংবাদ সম্মাননা সহ বহু পুরস্কার পেয়েছেন। বকুল ফুল নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...