শ্যামাপ্রসাদ সরকারের তিনটি কবিতা --
কৈফিয়ৎ
বুকের ভিতরে তাই পালা করে
আজ যেন পুষে রেখেছি খঞ্জর
হৃদয়ের পারিপাট্য ভুলে অর্বাচীন
মোহ দেয় গরলের স্বাদটুকু জেগে
তারপর এ যেন বড় বেশী নষ্ট হয়ে যাওয়াই ।
এ কৈশোর, এ যৌবন!
সব তো তোমাকে দিয়েছি কবেই
বড় বেশী রিক্ত হয়ে, আদুল গায়ে,
আজ মেখে নিলাম সর্বনাশী
চেনা একটুকরো কালবৈশাখী মেঘ।
যদিও জানতে কভু,
কিছু মোহ জেগে আছে
দারিদ্রের অবচয়ে জেগে আছে
হে নৈঃশব্দ! হে আমার প্রেম!
.......
বীজ তলা
অন্তহীন তাকিয়ে আছি
ভেজা চুল আর সরস গ্রীবায়
যখন টুপটাপ ঝরে পড়ছে ফোঁটারা!
উদার ও অনন্ত পিঠ উন্মুক্ত,
চাষের নাবাল জমির মত
করুণ শঙ্খের অবয়ব
জেগে আছে ছেড়ে যাওয়া চারণভূমিতে!
তাও কি দু একটা শস্য বীজ পেতে পারি?
তবে ক্ষুধার আসঙ্গে সেটিও বীজধান হতে পারতো।
পণ্য
নখে দাঁতে সাজিয়ে সিধে,
মিটিয়ে দিলাম পশুর ক্ষিদে।
ঘুমিয়ে ছেলে আঁকড়ে ধরে
নোনা স্বাদের বুকের ধন,
সেটাই আবার কাঁচুলি খুলে,
উপুড় করবে পুষ্ট স্তন।
পায়ের ফাঁকে রক্ত জমা
গুহার মুখে আদিম দিন!
সেটাই আবার সেজেগুজে
নামিয়ে দেবে পর্ন সীন!
এ্যাই মেয়ে ! কে হোস তুই?
কারুর মেয়ে? কারুর বোন?
তা হলেই বা কি! টাকায় কেনা
আয় তাহলে! একটু শুই!
......
30/06/2022
No comments:
Post a Comment