হেমন্ত--
পিঙ্কু চন্দ
একটু একটু করে শীতার্ত হয় হেমন্তের বাতাস
আমার সহ্য হয়না উঠোন জুড়ে জুঁইয়ের কান্না
নিজের কর্ষন কথা নাইবা বললে
প্রগলভ মেঘ
বর্ষণ শেষে সেই আকাশ আবার মাথা তুলবে
নিজস্ব পরিসরে বয়ে যাওয়া নদীর স্রোতে
ছুটে আসে কাছের ও দূরের অগণন তৃষ্ণা
পরিযায়ী ডানায় ভেসে আসে ভ্রমণ সূচি
একটু একটু করে প্রসারিত হয় নীল আকাশ
এই হেমন্তের মাঠ জুড়ে আমাদের স্বপ্ন রঙ
খেলা করে কুয়াশা ভাঙ্গা সূর্যের মিঠে আলো
আমাদের ক্ষুধার আকাশে এখন
পিঠে পুলির ঘ্রাণ
একটু একটু করে বোধের লাঙ্গলে নবীন আবাদ।
____________
No comments:
Post a Comment