Monday, 4 July 2022

অস্পষ্ট ইশারা-- সীমা ব্যানার্জ্জী-রায়

অস্পষ্ট ইশারা--

সীমা ব্যানার্জ্জী-রায় 


আজকের এই প্রথম দিনে ফুল পালংকে রাখব ঢেকে

ধূপকাঠি আর পিদিম জ্বেলে করব বরণ সন্ধ্যে থেকে

আমাদের এই জীবন শুধু স্মৃতির শাখায় চড়ুই-বাসা

কেই বা জানে কখন কোথায় হারিয়ে যাবে মুখের ভাষা


এই দিনেতেই তোমায় নিয়ে করেছিলাম মাতামাতি

আজকে তোমার নতুন নামে, এসো আবার সবাই মাতি

এখন আমরা তোমায় নিয়ে, স্মৃতি গল্পে নদীর মত

অনেক আশা, অনেক ভাষা আসছে মনে অবিরত


হঠাৎ দিলাম জ্বেলে কিছু সূর্য চাঁদ তারা

শুনতে পাচ্ছো টুকরো কথা, অস্পষ্ট ইশারা

সহস্রদল লাল পদ্ম ফুটেছে আকাশে

অশোক বৃক্ষ নিচ্ছে শুষে তরল বিশ্বাসে


উন্মুখ হৃদয়ে আছি, কাকে যেন দিতে অভ্যর্থনা

জীবনে দুঃখ নেই, তুচ্ছ করেছি আনন্দ বেদনা

স্পষ্ট ছায়া পড়ে এত স্পর্শকাতরতা

লোভ মুক্তিতেই বাসা বাঁধে কত নিমগ্নতা


এখন আমার ঈর্ষা হয় না, হয় না কোনো রাগ

এখন শুধু শব্দে শিহরণ, আর আছে বিবাগ

বাজে হৃদয় গম্বুজ আর কাঁদে শূন্য খাঁচা

এমন ওমন দুইমনেতে এখন শুধু বাঁচা


বিদেশ মানে কি? চুম্বকের ধাতু দিয়ে গড়া

বাতাস মেঘ রৌদ্র বৃষ্টি হঠাৎ করে ঝরা

তোমার জীবন মানুষের মতো, তবু মনুষ্যত্বহীন

টগর মালার তীব্র গন্ধ বলে দেবে একদিন...


No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...