Thursday, 7 July 2022

অমিত চক্রবর্তীর তিনটি কবিতা

অমিত চক্রবর্তীর তিনটি কবিতা -- 

১ অসমাপিকা

কি একটা বলতে গিয়ে তুমি থেমে গেলে হঠাৎ -

অসমাপিকা ক্রিয়ার বিন্যাস এখানে

চোরি চোরি চুপকে গতিপথ, অথবা

আক্রমণ এবং দৌরাত্ম্যের ফরমান।

 
আমি বরং মনটাকে এলিয়ে দিই; হাঁটু অবধি

ভিজে চুল তোমার, সমুদ্রস্নানে উৎসাহ নেই,

এসো আমরা জলের অন্যরূপ দেখি।

ধর আমরা ঢুকছি একটা গ্রিনহাউসে,

হাইড্রোফোনিক টেকনিক, মাটি নেই কোথাও তবু

ফলন্ত গাছ, দেখো কেমন পটিয়সী ওই

লাল চেরি–টমেটোগুলি।

 
ঘোর ভাঙে আমার, এখনো থেমে আছ

তুমি ক্রিয়াপদ, অসমাপিকা এবার সমাপ্তির

দিকে এগুচ্ছে, লাল লেস মাখা বিকিনি

আবার জড়াচ্ছে গোলকধাঁধার স্মারক।


সেই তুলোওঠা লেপটা


“I want to be the rough clothes, you can’t sleep in”, Ada Limón

একষট্টিতে মারা যেতে চাইনা আমি, একাত্তরেও নয়
তবু শীতল হয়ে আসে গ্রন্থি
তরল মনে শুধু সতেরোর মুখ তোমার –
একটা বানানো ব্যস্ততা, চাপা টেনশ্যন,
প্রতীক্ষা বা আশার একটা বাতুল খেপামি।

 ইদানীং বাঙলা সিরিয়াল, গরম রুটি নিয়ে আছ তুমি,
জৈষ্ঠ্যে বাগানের আম – পুরোপুরি
শান্তিপূর্ণ তোমার দিনরাত, পরিস্থিতি,
তাই মুলতুবি রাখি আমার মনখারাপের সভা বা
একেলার ঝটিকা আক্রমণ
শুধু হতে চাই সেই তুলোওঠা লেপটা –

 সেই খসখসে, স্বস্তিহীন লেপ
গায়ে দিলে মনে হবে কী একটা অদ্ভুত,
কী একটা ঠিক নয়, ধুনুরী ডাকিয়ে
পেঁজা দরকার, পুনর্মার্জন,
আমি হতে চাই তোমার মনের ভেতরে
সেই তুলোওঠা লেপটা।



বায়োমিমেটিক ধ্যান

আজ সকালে চকচকে সবুজ
গাছে ঘেরা পথ, হতাশার তিলমাত্র নেই
কোথাও –
নির্ভরযোগ্য নয়? ঠিকই।
একটা নাছোড়বান্দা সন্দেহ কিন্ত
ঘিরে রাখে আমাদের, এই গাছটিকে দেখো
ইতিমধ্যে পোকা ধরেছে বা
উড়ে আসা অসুখ, পাতার নীচে খসখসে
ডুমোভাব।

এইভাবেই আমরা একটা ক্রসরোডে আসি,
বিবেকদংশন উপুড়চুপুড়,
ভেতর থেকে বেরিয়ে আসে
হুড়মুড়িয়ে
আনন্দ আর হতাশার উজানভাটি –

তারপর আবার ঝাঁকুনি। আবার ভুল প্রেম,
ভুল উৎকন্ঠা।

ওই গাছে তার প্রতিরোধ মাপা হবে কি? আমি ভাবতে থাকি –
তুমি পঙ্গু গাছটিকে বেড় দিচ্ছ ঘিরে,
কোলে তুলে পুন:প্রতিষ্ঠা, আর এই দু’ধারা মিলতেই
ফের অলকানন্দা, ভাগীরথী, দ্বন্দ্ব অহর্নিশ,
বন ছুঁয়ে ফের ফুটে উঠল আমাদের
শুভচিন্তা, আমাদের 
বায়োমিমেটিক ধ্যান।


***Amit Chakrabarti
Address: 200 Fourwinds Ct.
Manhattan, Kansas, 66503
USA
Phone/WhatsApp: 01-785-341-6761
FaceBook Profile:  https://www.facebook.com/amit.chakrabarti.18
20211111_193632.jpg

***কবি পরিচিতি - 
অমিত চক্রবর্তীর জন্ম সোনারপুর অঞ্চলের কোদালিয়া গ্রামে। ছাত্রাবস্থায় অনেক লেখা এবং ছাপানো কলকাতার নানান পত্রপত্রিকায়। পড়াশোনার সূত্রে আমেরিকা আসা ১৯৮২। এখন ক্যানসাস স্টেট ইউনিভারসিটি তে পদার্থবিদ্যার অধ্যাপক ও প্রাক্তন কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ডিন । প্রকাশিত কবিতার বই দুটি - "অতসীর সংদারে এক সন্ধ্যাবেলা" (রা প্রকাশন ২০২১) ও "জলকে ছুঁয়ো না এখানে" (মিসিসিপির মেঘ প্রকাশন ২০২২)। দুটি পত্রিকার সহ সম্পাদক - উত্তর আমেরিকার নিউ জার্সি অঞ্চলের পত্রিকা "অভিব্যক্তি" এবং "উজ্জ্বল এক ঝাঁক পায়রা" কবিতা পত্রিকা।

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...