Wednesday, 6 July 2022

বিশ্বজিৎ রায় চৌধুরীর গুচ্ছ কবিতা --

বিশ্বজিৎ রায় চৌধুরীর গুচ্ছ কবিতা --

( ১ ) হোটেল

আমরা যখন ভ্রমণে বেরচ্ছি ,
আগে থেকে হোটেল বুকিং
করা হল , ট্যুরিস্ট স্পটের কাছেই ।
আমাদের ট্যুরিস্ট কোম্পানী 
কোন হোটেলে উঠব বলে
দেওয়ার পর আমরা লাগেজ নিয়ে
হোটেলে এসে উঠলাম , হোটেল
ম্যানেজার বলল , এই হোটেলটা
আপনাদের , ইচ্ছে মত ব্যবহার 
করুন , তখন বুঝলাম এই হোটেলটা
আমাদের । ট্যুর করতে এসে পেয়ে
গেলাম আমাদের নিজেদের হোটেল ।


( ২ ) ছুরি , কাঁটা  , চামচ

বন মুরগির মাংস দিয়ে
বনের মধ্যে একটা রিসর্টে
গার্ড সুন্দর কষা মাংসের
ঝোল বানিয়ে দিয়েছে ।
আর সঙ্গে খেতে দিয়েছে
পাঞ্জাবি আলু পরোটা ।
টেবিলে আমরা চারজন
করে বসেছি , যাতে স্বচ্ছন্দে
কাঁটা , চামচ আর ছুরি
চালিয়ে খেতে পারি ।
কিন্তু খোঁচা খেতে হল 
কাঁটা , চামচ আর ছুরি
চালাতে গিয়ে , হাত দিয়ে
খেলে এটা হত না । খোঁচা
খাব , না খাবার ভাবনা
শুরু হলো এবার ।


( ৩ ) হে ইডি হাই ডি হাই

হে ইডি হাই ডি হাই
ও কলম্বাস নাবিক ভাই
জাহাজ যাবে কোন দেশে
আগে থেকে জানা নাই ।
হে ইডি হাই ডি হাই
পোর্তুগিজ ও নাবিক ভাই
তোমার দেশ পোর্তুগাল
আর কোন দেশের খবর নাই ।


( ৪ )  বিন্দাস

বসে আছি দু'গালে গজানো দাড়ি
ভাবছি বাড়ছে বিন্দাস যেন গালে ।
গোঁফ কি বাড়ছে বিন্দাস একইভাবে
মাথার চুল কবেই গায়েব বিন্দাস ।
হেয়ার কালার লাগাব আয়না দেখে
বিন্দাস এই কাজটা ভীষণ ভারী ।


( ৫ )  ইয়ার

মেরে ইয়ার মেরে দোস্ত মিল গয়া
ইয়ার বলল , তাহলে ছেড়ে দেনা
চলে যাই তোর দোস্তকি বাড়ি ।
তোর তো দোস্ত থাকবে সাথে
আমার থাকবে ইতনা ছোটা বাড়ি ।
আমি বললাম মেরে ঘর মেরে দোস্ত
ইয়ার চাই খালি বাড়ি ভরনা কে লিয়ে ।


***লেখক পরিচিতি :
লেখালিখি করি বছর কুড়ি যাবতকাল । কবিতা , গল্প  , রম্যরচনা , উপন্যাস লিখে চলেছি । প্রকাশ হয়েছে শুকতারা  , প্রসাদ , গল্পগুচ্ছ , আমার রূপসী বাংলা , এবং বিধ , ভিস্ , সাম্প্রতিক দেশ ভাবনা , বাংলার লেখা ওয়েবজিন , সময়সন্ধি ওয়েবজিন , লেখালিখি ওয়েবজিন , অনেক ই - বুক এবং লিটিল ম্যাগে । সব লেখা হয়ত ভাল হয় না । তবে চেষ্টা করে যাচ্ছি ।

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...