Thursday, 7 July 2022

তোমায় আমি--আব্দুল জলিল

তোমায় আমি--
আব্দুল জলিল

আমি তোমায় দেখে ছিলাম গঙ্গা নদীর পাড়ে
তুমি তখন দাঁড়িয়ে ছিল অবগন্ঠন পরে।
কচুরিপানা ফুলের মতো তুমি
ভাসছো গঙ্গা নদীর'পরে
দেখলাম আমি ভেসে যাচ্ছ দূরে
যেতে যেতে স্পর্শ করে গেলে।

গঙ্গা নদী কোথায় চলে বয়ে
কচুরিপানায় জলের বিন্দু লেগে
আনমনে চেয়ে আছি শুধু 
তুমি কখন ফিরে চাইবে আমা পানে,
কচুরিপানা যেমন মিশে জলে
তেমন করে এসো হৃদয় মাঝে।

তোমায় চেয়ে চেয়ে দেখছি আমি তাই,
শিশির বিন্দুর মতো ঝরে না যায়।
তোমার অঙ্গে জলের বিন্দু পেতে 
আমি চাই তোমার মধ্যে মিশে যেতে
চাঁদ যেমন আকাশের বুকে মিশে।

তুমি রবে আমার তরে-----আমি না হয় ক্ষয়
কচুরিপানা ফুল শুধু নদীর ফুল নয়,
নদীর সৌন্দর্যও বাড়ায়
তোমার পরশে আমার জীবন হলো চঞ্চল;
অন্ধকার ঘনিয়ে এলো----
হারিয়ে গেল কচুরিপানা ফুল
বুঝিয়ে দিলে তোমার ভালোবাসা।

No comments:

Post a Comment

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা --

দর্পণা গঙ্গোপাধ্যায়ের গুচ্ছ কবিতা -- চেনা চেনা চেনা মুখ আসে কালো মেঘের গায় অচেনা মানুষের ভিড়ে হারিয়ে খুঁজি তায় স্বার্থপরতা ব...