তুমি
তোমাকে নতুন করে বুঝলাম
তুমি হাতের একটা চূড়ি খুললে ,
বাড়িয়ে দিলে পরী'র মা ' র হতে
মুছিয়ে দিলে চোখের জল , তোমার আঁচলে।
আমি দরজার ফাঁক থেকে
তোমায় দেখছিলাম।
তুমি জানতে পারো নি।
২. দিন
দিন গুলো কে বড় ভয়
কখন টেলিফোন বেজে উঠবে
কেউ না কেউ বলে উঠবে
' কি রে , খবর টা পেয়েছিস । '
আর আমার বুকটা ধড়াস ধড়াস করে উঠবে।এখন জানলাম
রাত্রেও টেলিফোনটা বাজতে পারে।
৩. আশা
আশা করে থাকি সুদিন আসবে
বাতাসে লাশের গন্ধ ভেসে আসবে না
খাবি খেতে খেতে খাবি খেতে খেতে
ভুস করে পুকুর পাড়ে ভেসে উঠব।
তুমি হাত বাড়িয়ে
আমাকে টেনে তুলবে।
৪. যন্ত্রনা
পাতা ঝরে পড়লে
গাছ কি কাঁদে ?
তার কি যন্ত্রনা হয় ?
পাতা ঝরে পড়লে ।
ছেনোর মা যে আছুলি বিছুলী কাঁদছে
গাছ কি জানে ?
No comments:
Post a Comment