কৌস্তুভ দে সরকার
দক্ষিণের মতো এখনো উত্তরবঙ্গের চাঁদ
অতটা সাহসী হয়ে উঠতে পারেনি
ছবিতে
কবিতাতে
চিন্তা-চেতনায়
এখনো চাঁদের বুক ওড়নায় ঢাকা
মুখে সুশ্রী কারুকাজ
পাট পাট চাঁদের পোশাক
হাবভাবে বিখ্যাত হবার করুণ প্রবণতা
আর্তি
আর্তনাদ
কুয়াশার চাদর সরিয়ে
এখনো সুদিন ফেরেনি চাঁদের ভাগ্যাকাশে
সামান্য কিছু একাউন্ট খুলতে পেরেছে চাঁদ
কলকাতার দিকের কিছু ব্যাংকে
.
No comments:
Post a Comment